বর্ষা যদি মৃত্যু ধুয়ে দিতো

হৃদয়ের বিবর্ণ রামধনুর মতো,বাইরের আকাশ জুড়ে ধুম্রাভ মেঘমালা
আবেগের উপর জমে অভিমান,সম্মুখে মাঠখানাও ঝরাপাতায় মুখ ঢাকে।🍁
বুকের দোদুল্যমান ইচ্ছের মতো,চতুর্দিক কাঁপিয়ে ওঠে বিশাল ঝড়
তারপর বাষ্পাকুল নয়নের মতো,বৃষ্টি এসে সিক্ত করে, মেঘ ডাকে।
রাস্তার ধারের বিজ্ঞাপনের চটে যাওয়া রঙের উপর ধুলোর আলিঙ্গন,🌷
পরিত্যক্ত বাড়ির তুলসিতলায়,যেখানে তৈরি হয়েছিল ধুলোর চাদর,
বৃষ্টি,স্নিগ্ধ বৃষ্টি,তুমি নিয়ে এলে নবীনের বার্তা,ধুয়ে দিলে সব মলিনতা
উন্মুক্ত করলে বাস্তবকে,যেন পরম মমতায় এঁকে দিলে আলগা আদর।♥️
আচ্ছা বর্ষা,তুমি তোমার প্রবল বর্ষণে মুছে দিতে পারো সব ময়লা,
তুমি কি পারো না ধুয়ে দিতে মৃত্যুকে,পারো না ফিরিয়ে দিতে তাদের,
যারা না বলেই চলে গেছে নীরবে,রেখে গেছে অনেক না বলা কথা?
যদি থাকতো তোমার সেই সামর্থ্য,তাহলে ফিরিয়ে দিতে বলতাম
ওই শিশুশ্রমিকের মৃত শৈশব,যাকে রোজ কয়েকশো ইঁট বানাতে হয়।🖤🥀
ফিরিয়ে দিতে বলতাম সেই ধর্ষিতার মরে যাওয়া মনটা,বেঁচে থেকেও
যাকে সইতে হয় মৃত্যুযন্ত্রণা,বিচার পেতে কেটে যায় একটা গোটা যুগ।
ফিরিয়ে দিতে বলতাম সেনাবাহিনীর সেই বীরপুঙ্গবকে,যে সীমান্তে দেশমাতৃকার মাতৃঋণ পরিশোধে দিয়েছে আত্মবলিদান,হয়েছে শহীদ।🌼
ফিরিয়ে দিতে বলতাম মধ্যবিত্ত বাড়ির মরে যাওয়া সেই স্বপ্নগুলোকে,
দায়িত্ব আর কর্তব্যের নাগপাশে আবদ্ধ হয়ে যাদের ঠাঁই হয়েছে চিতায়।
বলো পারবে ফিরিয়ে দিতে এগুলো?পারবে মুছে দিতে এই মৃত্যুগুলো?🥀

*

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts