খুনসুটি, ঝগড়া, অভিমান অসংখ্যবার ব্রেক আপ আর অসম্ভব ভালোবাসা নিয়ে একটা গোটা বছর একসাথে আমরা। আগের বছর এই সময় অনেকটা অচেনা ছিলাম পরস্পরের আর আজ এসে পৌঁছেছি "আমি মানেই তুমি" তে
রাত তখন বারোটা বাজতে কিছু সময় বাকি। আমি ঠিক করে রেখেছিলাম, আজ জিজ্ঞেস করতেই হবে , আমাকে নিয়ে তোর ভাবনার কথা। কারণ আমি বুঝতে পারছিলাম যে আমরা দিন দিন একে অপরের প্রতি দূর্বল হয়ে পড়ছি। আর সেটা আটকাতে হবে শুরুতেই।
বন্ধুত্ব টা হারানোর ভয় ছিল কিন্তু সাহস করেই বলে ফেললাম তোকে…. Are you love me? তুই প্রায় অবাক হয়ে গেছিলি এর সাথে টেনশন, আনন্দ সব মিলিয়ে যা তা অবস্থা তোর। সেদিন রাতে একটা yes/no বলতে গিয়ে ঘাম ঝরছিল তোর কপালে, গলা শুকিয়ে, জল খেয়ে, সে কি কান্ড মনের ভিতর, আর আমারও উত্তেজনা বেড়ে ই চলেছে। কোনো বড় পরীক্ষা দিতে যাচ্ছি যেনো দুজনে।।
কোনক্রমে স্বীকার করলি যে…"হ্যাঁ তুই ভালোবেসে ফেলেছিস তোর ছোটবেলার ক্লাসমেট কে, অজান্তেই আমাকে নিজের করেছে তোর মন, কিন্তু বলা টা হয়ে উঠেনি"
উত্তরটা শুনে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেলো। রাত তখন 12 টা বেজে 30 মিনিট। এক অন্যরকম অনুভূতি হচ্ছিল, এবার কেনো জানি না ঘামছিলাম আমি। উত্তরটা তো আগে থেকেই জানা আমার, কিন্তু তবুও অস্থির হয়ে উঠেছিল আমার মন। দুজনেই কিছুক্ষণ নিশ্চুপ।
তুই ভাবছিস আমার উত্তর কি হবে? ভালোবাসার স্বীকৃতি তে বন্ধুত্ত্ব টা শেষ হয়ে যাবে না তো? আমার প্ল্যান মাফিক কিন্তু "না" করারই কথা ছিল। কিন্তু জানিস অনেক চেষ্টা করেও আমি মাঝরাতে "না" শব্দ টা বলতে পারি নি কিছুতেই। বুঝেছিলাম, দুর্বলতা নয়, তোকে ভালোবেসে ফেলেছি আমি!!
হ্যাঁ বা না কোনোকিছুই বলতে পারলাম না তোকে। অবশ্য ন বললেও তুই বুঝেছিলি। সেই রাত আমি আজও ভুলিনি, জানি তুইও পারিসনি ভুলতে। ওই অনুভূতি, ওই শিহরণ কোনো কিছুই ভোলার নয় যে।
আমি জানি না এই সম্পর্ক টা স্বীকৃতি পাবে কি না। কিন্তু ঠিক যতটা অনিশ্চয়তা রয়েছে সম্পর্ক টাই তার থেকে হাজার গুণ বেশি রয়েছে ভালোবাসা, পরস্পরের প্রতি টান আর একসাথেই উপন্যাস গড়ার ইচ্ছা টা।
যখন তোর সাথে ঝগড়া হয়, তুই রেগে অনেক কথা বলে দিস আমায়। কষ্ট হলেও উল্টে একটা খারাপ কথাও বলতে পারি না আমি। একটু জোর গলায় কথা বলতে পারি না তোর সাথে, কি করব, ভালোবাসা আটকে দেই যে।
আমি জানি তোকে অনেক কষ্ট দিই আমি, তোর কথা শুনি না, ভুল করি অনেক। কিন্তু তবুও…. তবুও তুই একই ভাবে ভালোবেসেছি স আমায়। সাময়িক চলে গেলেও ফিরে এসেছিস আবার, আগলে রেখেছিস তোর আদরে। সেটাই যে আমার সুখ। কষ্ট গুলো আর মনেই পড়ে না তুই হাসলে। বারবার ক্ষমা করে দিয়েছিস, এই একবছরে অনেক কিছু বুঝিয়েছিস, দুনিয়া টা কে চিনতে শিখিয়েছিস আমায়। খুব ভয় হয় জানিস, তোকে হারানোর খুব ভয় পায় রে। দূরে সরে থাকলে অনেক যন্ত্রণা হয় বুকের ভিতর। তবে বিশ্বাস আছে, তুই আমার ছেড়ে যেতেই পারিস না কখনো না, কোনোদিন ও না।
অনেক ভাগ্য করে তোকে পেয়েছি, যে আমার কাছে আমার শক্তি। হতে হাত রেখে পথ হাঁটা টা হয়তো হয়ে ওঠেনি আমাদের কিন্তু জীবনের প্রতিটা অলিগলি একসাথেই বেড়িয়ে এসেছি আমরা।
যখন তুই আমার সাথে অন্য কারোর বেশি ভাব, সহ্য করতে না পেরে বকা দিস, ঝগড়া করিস তখন আমার রাগ হয় না জানিস। বরং এটা ভেবে আনন্দ হয় যে, ঠিক কতটা নিজের ভাবিস তুই আমায়। অন্তত একজন আছে যার কাছে আমি কোনো choice নয়, একমাত্র চাওয়া। এই অধিকার ফলানো দেখে খুব আনন্দ হয়, তোর মধ্যে মিশে যেতে ইচ্ছা হয়।
অনেক স্বপ্ন দেখে ফেলেছি রে পাগলা তোকে নিয়ে, সংসার সাজিয়ে ফেলেছি, নিজেকে বিলিয়ে দিয়েছি শুধু তোকে শক্ত করে ধরবো বলে। আমি অনেক ঝগড়া করতে চাই তোর সাথে, অনেক গল্প লিখতে চাই, অনেক ভালোবাসা পেতে চাই তোর, আমি অনেক বছর বাঁচতে চাই শুধু তোর সাথে, শুধুমাত্র তোর সম্পদ, তোর পাগলী হয়ে।❤️ যতই ঝগড়া হোক কখনো আমার হাত টা ছেড়ে দিস না, এই খারাপ দুনিয়ায় একা করে দিস না please
গাধী, পুটি টা কে না হয় একটু সহ্য করে নিস। এই তো সবে একটা, এখনও যে হাজার বসন্ত তোর সাথে বাঁচা বাকি আছে।
তোর পাগলী❤️