এইচ এস সি ও সমমান পরীক্ষার রেজাল্ট ২০২৩ । ২০২৩ সালের এইচএসসি ফলাফল আগামী ২৬ নভেম্বর তারিখ সকাল ১১ টার পর https://ift.tt/oK41N8G ওয়েবসাইটে প্রকাশ করা হবে । HSC ফলাফল 2024 দেখার অনলাইন ও এসএমএস পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
২০২৩ সালের এইচএসসি ফলাফল (অনলাইন ও এসএমএস)
প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় এইচএসসি ফলাফল প্রকাশের অনুমতি প্রদান করবেন এবং শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন । এইচএসসি ফলাফল ২০২৩ এর সকল আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১১টায় পর সারাদেশের সকল শিক্ষার্থীরা তাদের HSC ফলাফল দেখতে পারবেন ।
একনজরে |
---|
মোট পরীক্ষার্থী: ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২
মোট ছাত্র: ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন মোট ছাত্রী: ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। ফলাফল প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ ফলাফল লিংক: https://ift.tt/oK41N8G |
এইচএসসি ফলাফল ২০২৩
২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) (HSC) ও সমমানের পরীক্ষা গত ১৭ আগস্ট শুরু হয় এবং শেষ হয় ২৫ সেপ্টেম্বর ২০২৩। । উল্লেখ্য যে, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষাবোর্ড ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরু হয়। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী, এইচ এস সি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল ষোষণা করতে হয় । এরই ধারাকাহিকতায় ২৬ নভেম্বর ২০২৩ তারিখে ফলাফল প্রকাশ করা হবে । পরীক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বাদেও অনলাইন ও এসএমএস (SMS) এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন ।
নোটিশ
অনলাইনের এইচ এস সি রেজাল্ট ২০২৩ দেখার উপায়
দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে । একটি https://ift.tt/oK41N8G এবং অন্যটি হল eboardresults.com ।
- প্রথমে এই https://ift.tt/oK41N8G ওয়েবসাইটে প্রবেশ করুন।
- HSC/ALIM নির্বাচন করুন।
- বছর হিসেবে ২০২৩ নির্বাচন করুন।
- আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
- আপনার Roll নম্বর লিখুন।
- আপনার Registration No লিখুন।
- উল্লেখিত ২ সংখ্যার যোগফল লিখুন।
- সব শেষে “Submit” বাটনে ক্লিক করুন
সকল ধাপ সফলভাবে সম্পন্ন করার পর এইচ এস সি ফলাফল দেখা যাবে ।
আরও পড়ুন: এইচ এস সি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
এসএমএসের মাধ্যমে এইচ এস সি ফলাফল দেখার উপায়
আপনার মোবাইলেরে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে আপনার পরীক্ষার রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর ২০২৩ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ—HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।
বাংলাদেশের সব শিক্ষার বোর্ডের শর্টকোড
শিক্ষা বোর্ডের নাম | প্রথম ৩ অক্ষর |
বরিশাল শিক্ষা বোর্ড | BAR |
কুমিল্লা শিক্ষা বোর্ড | COM |
চট্টগ্রাম শিক্ষা বোর্ড | CHI |
ঢাকা শিক্ষা বোর্ড | DHA |
দিনাজপুর শিক্ষা বোর্ড | DIN |
যশোর শিক্ষা বোর্ড | JES |
রাজশাহী শিক্ষা বোর্ড | RAJ |
সিলেট শিক্ষা বোর্ড | SYL |
মাদ্রাসা শিক্ষা বোর্ড | MAD |
টেকনিক্যাল শিক্ষা বোর্ড | TEC |
আরও পড়ুন: দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি নোটিশ
প্রতিষ্ঠানভিত্তিক এইচ.এস.সি ফলাফল দেখার পদ্ধতি
নির্দিষ্ট পরীক্ষার্থীর ফলাফল বাদেও আপনি চাইলে যেকোন বোর্ডের অধীনে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৩ সালের এইচএসসি ফলাফল দেখতে পারবেন । সেক্ষেত্রে আপনাকে শিক্ষা মন্ত্রনালয়ের eboardresults.com এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে ।
- প্রথমে এই eboardresults.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
- আপনার প্রতিষ্ঠানের EIIN নম্বর লিখুন।
- রেজাল্ট টাইপ নির্বাচন করুন।
- এবং তারপর “Institution Result” বাটনে ক্লিক করুন।
আপনার ২০২৩ সালের এইচএসসি ফলাফল দেখতে কোন সমস্যাা হলে, আপনার সমস্যাটি নিচের মতামত সেকশনে লিখে আমাদের জানান, আমাদরে টিম আপনার সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন ।
from Admissionwar.com https://ift.tt/T9FqGND