১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ওয়েবসাইট ntrca.gov.bd এ প্রকাশ করা হবে । ১৮ তম নিবন্ধন সার্কুলারের আলাকে আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, শূন্য আসন, পরীক্ষার মানবন্টনসহ সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল । ই্ংরেজীতে দেখুন
১৮ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি ২০২৩
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগের লক্ষ্যে দেশব্যাপী প্রতিযোগিতামূলক শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহন করে থাকে । এরই ধারাবাহিকতায় প্রতিবছর এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহন করে থাকে । সর্বশেষ গত ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গুরুত্বপূর্ণ তথ্য |
---|
আবেদন শুরুর তারিখ ও সময়: —
আবেদনের শেষ তারিখ : — প্রিলিমিনারী পরীক্ষা : — আবেদন ফি : ৩৫০ টাকা আবেদন লিংক : ntrca.teletalk.com.bd |
এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ
১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারী এবং লিখিত পরীক্ষার তারিখ খুব শীঘ্রই প্রকাশ করা হবে ।
তারিখ ও বার | সময় | পর্যায় |
— | সকাল ০৯.০০টা থেকে সকাল ১০.০০টা পর্যন্ত | স্কুল ২ ও স্কুল |
— | বিকাল ৩.০০ টা থেকে বিকাল ৪.০০ পর্যন্ত | কলেজ |
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মানবন্টন
বাংলা | ২৫ |
ইংরেজি | ২৫ |
গণিত | ২৫ |
সাধারণ জ্ঞান | ২৫ |
মোট | ১০০ |
১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেলে প্রার্থীকে কৃতকার্য বলে বিবেচনা করা হবে, তবে আলাদাভাবে কোন বিষয়ে পাশ করার বাধ্যবাধকতা নেই ।
অনলাইনে আবেদনের প্রক্রিয়া
-
- শিক্ষাগত যােগ্যতা অনুযায়ী প্রার্থী যে পদে আবেদন করতে যােগ্য ও ইচ্ছুক ওয়েবসাইটে প্রবেশ করে সেই পদের রেডিও বাটন সিলেক্ট করে আবেদনপত্র ফরম ওপেন করতে হবে ।
- Online আবেদন পত্রে প্রার্থী নিজ স্বাক্ষর (দৈঘ্য ৩০ pixel x প্রস্থ ৮০ pixel ) ও রঙ্গিন ছবি ((দৈঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন ।
- Online আবেদনপত্রে পূরণকৃত তথাই যেহেতু প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষা ও অ্ন্যান্য সকর কার্যক্রমসহ উর্ত্তীন প্রার্থীদের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র প্রেরণ (Submit) করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।। পূরণকৃত সকল তথ্য সঠিক সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন । আবেদনপত্র প্রেরণ (Submit) করার পর কোন তথ্য সংশােধনযোগ্য নয়।
- বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য কোন প্রার্থীর শিক্ষাগত যােগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না।
- প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টকপি সংরক্ষণ করবেন।
১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার পিডিএফ
১৮ তম NTRCA সার্কুলার শীঘ্রই প্রকাশিত হবে। এখানে, আমরা আপনাকে এনটিআরসি শিক্ষক নিবন্ধন আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে গত বছরের সার্কুলারটি অন্তর্ভুক্ত করেছি।
পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুসারে প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। উক্ত কপিতে প্রদত্ত User ID ব্যবহার করে প্রাথী নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নির্ধাৱিত ৩৫০/ – (তিনশত পঞ্চাশ) টাকা আবেদন Submit করার অনধিক ৭২ (বাহাত্তর) ঘটার মধ্যে জমা প্রদান করবেন।
প্রথম SMS: NTRCA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS; NTRCA<space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপণের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। |
User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করার পদ্ধতি
শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
1. User ID জানা থাকলে: NTRCA<Space>Help<Space>User<Space>User ID & send to 16222.
Example: NTRCA Help User ABCDEF & send to 16222
2. PIN Number জানা থাকলে: NTRCA<Space>Help<Space>PIN<Space>PIN Number &
send to 16222.
Example: NTRCA Help PIN 12345678 & send to 16222
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রবেশপত্র ডাউনলোড
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর প্রদত্ত মােবাইল নম্বরে যথাসময়ে SMS এর মাধ্যমে জানানাে হবে। SMS প্রাপ্তির পর প্রার্থী তার প্রবেশপত্র http://ntrca, teletalk.com.bd ওয়েবসাইট হতে Download করে নিতে পারবেন।
প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র : নির্ধারিত ফি জমা হলে টেলিটক বাংলাদেশ লিঃ হতে SMS-এর মাধ্যমে প্রার্থীর মােবাইল নম্বরে User ID এবং Password প্রেরণ করা হবে। প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী তার প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র যথাসময়ে Download করে fত পারবেন।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র: প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশিত হওয়ার পর উকীর্ণ প্রার্থীদের অনুকুলে প্রবেশপত্র http://ntrca, teletalk.com.bd ওয়েবসাইটে প্রদান (Upload) করা হবে। উত্তীর্ণ প্রার্থীগণ SMS প্রাপ্তির পর ইতোপূর্বে ও User ID এবং Password ব্যবহার করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র যথাসময়ে Download করে নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ও স্থান SMS-এর মাধ্যমে যথাসময়ে অবহিত করা হবে।
Appeared দিয়ে আবেদন করা যাবে কিনা ?
- (Appeared) কোন প্রার্থীর আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।
- শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সদ্য উর্ত্তীন প্রার্থীগণ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, টেবুলেশন শিট, নম্বরপত্র ও প্রবেশপত্র মৌখিক পরীক্ষাকালে প্রদর্শনের জন্য সংরক্ষণ করবেন।
from Admissionwar.com https://ift.tt/AKrh7QT