পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রুটিন ২০২৩ পিডিএফ। ডিপ্লোমা রুটিন ২০২৩ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.bteb.gov.bd -এ প্রকাশিত হয়েছে। আপনি যদি BTEB পরীক্ষার রুটিন ডাউনলোড করতে চান, আপনি সঠিক পেজে এসেছেন। তো চলুন পলিটেকনিক পরীক্ষার রুটিন দেখা যাক এবং এক ক্লিকেই ডাউনলোড করে নেওয়া যাক।
পরীক্ষা স্থগিতকরণ নোটিশ
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি শিক্ষাক্রমের আগামী ১৩ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখের পরীক্ষা অনিবার্য কারনে স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। উল্লেখ, প্রকাশিত সময়সূচিতে উল্লিখিত আগামী ১৩ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ ব্যতিত অন্যান্য দিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রুটিন ২০২৩
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশ্লি প্রবিধানভূক্ত ২য়, ৪র্থ, ষ্ঠ, ৮ম পর্ব নিয়মিত ও ১ম, ৩য়, ৫ম, ৭ম পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২৩ এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২০১৬ প্রবিধানভূক্ত ষ্ঠ, ৮ম পর্ব নিয়মিত ও ৪র্থ, ৫ম, ৭ম পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২৩ এর সময়সূচি নিম্নে প্রকাশ করা হলো। উল্লেখ্য, এইচএসসি (বিজ্ঞান) বিভাগ হতে উত্তীর্ণ হয়ে সরাসরি ৩য় পর্বে এবং এইচএসসি (ভোকেশনাল) বিভাগ হতে উত্তীর্ণ হয়ে সরাসরি ৪র্থ পর্বে ভর্তিকৃতদের ২য় পর্বের মেকআপ বিষয়ের এবং Allied Group এর মেকআপ বিষয়ের পরীক্ষাও এই সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ পত্রে মুদ্রিত পূর্ণ সময়ে ও পূর্ণমানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সময়সূচি ২০২৩
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের টেক্সটাইল, জুট ও গার্মেন্টস টেকনোলজি সমূহের ২০১০ প্রবিধানের ৬ষ্ঠ ও ৮ম পর্ব নিয়মিত ও ২য়, ৪র্থ, ৫ম ও ৭ম পর্ব অনিয়মিত এবং অ্যাপারেল মেনুফ্যাকচারিং টেকনোলজি, ফ্যাশন ডিজাইন টেকনোলজি, ইয়ার্ন মেনুফ্যাকচারিং টেকনোলজি, ফেব্রিক মেনুফ্যাকচারিং টেকনোলজি, জুট প্রডাক্ট মেনুফ্যাকচারিং,ওয়েট প্রসেসিং টেকনোলজি, মার্চেন্ডাইজিং এন্ড মার্কেটিং, টেক্সটাইল মেশিন ডিজাইন এন্ড মেইনটেন্যান্স টেকনোলজির ২য় ও ৪র্থ পর্ব নিয়মিত এবং ১ম ও ৩য় পর্ব অনিয়মিত (প্রবিধান ২০২২) বোর্ড সমাপনী পরীক্ষা -২০২৩ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
১৯৬৭ সালের ১নং সংসদীয় কারিগরি শিক্ষা আইনবলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড স্থাপিত হয়। বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের মান নিয়ন্ত্রণ, মূল্যায়ন প্রণয়ন এবং উন্নয়নের সার্বিক দায়িত্ব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপর রয়েছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের সকল পলিটেকনিক প্রতিষ্ঠান পরিচালনা করে। উপাধ্যক্ষের সহযোগিতায় এবং একজন অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যাবতীয় প্রশাসনিক, একাডেমিক, ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়।
উদ্দেশ্য
- কারিগরি শিক্ষা কাঠামোর নতুন কোর্স অনুমোদন এবং উন্নয়ন সাধন।
- শিক্ষা পদ্ধতিতে ব্যবহৃত উপকরণসমূহের যোগান এবং উন্নয়ন সাধন।
- কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য কোর্স বাছাইকরণে সহযোগিতা।
- অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার আয়োজন এবং তদারকি করা।
- কৃতকার্য শিক্ষার্থীকে সরকারি সনদ প্রদান করা।
কারিকুলাম সমূহ
- এস.এস.সি (ভোকেশনাল) ২ বছর মেয়াদী।
- ডিপ্লোমা ইন কমার্স (২ বছর মেয়াদী)।
- এইচ.এস.সি (বিজনেস ম্যানেজম্যান্ট) ২ বছর মেয়াদী।
- ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (৪ বছর মেয়াদী)।
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (৪ বছর মেয়াদী)।
- ডিপ্লোমা ইন এগ্রিকালচার (৪ বছর মেয়াদী)।
- ডিপ্লোমা ইন ফিশারিজ (৪ বছর মেয়াদী)।
- ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (৪ বছর মেয়াদী)।
- ডিপ্লোমা ইন ফরেস্ট্রি।
- ডিপ্লোমা ইন লাইভস্টক।
- ডিপ্লোমা ইন ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন।
- ডিপ্লোমা ইন জুট টেকনোলোজি।
- ডিপ্লোমা ইন সার্ভেয়িং টেকনোলজি।
from Admissionwar.com https://ift.tt/f62LaP4