গুচ্ছ পদ্ধতিতে GST জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ । সাধারন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় GST ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে, কিভাবে পরীক্ষার্থী বাছাই করা হবে, কোথায় ভর্তি পরীক্ষা নেওয়া হবে, মান বন্টন কেমন হবে এবং এ সম্পর্কিত আরোও বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। ইংরেজীতে দেখুন

 গুচ্ছ পদ্ধতিতে GST ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দেশের ২২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। আগামী মে ও জুন মাসে তিন ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো নিজ একাডেমিক কাউন্সিলের সভায় প্রস্তুতি নেবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

আবেদন শুরু:

আবেদনের শেষ :  

ভর্তি পরীক্ষা:  

আবেদন ফি: ১৫০০ টাকা

ফলাফল :  

ক্লাস শুরু: 

 আবেদন লিংক : gstadmission.ac.bd

আপডেটসমূহ

  • এবছর শুধুমাত্র একটি ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করা যাবে ।
  •  আলাদাভাবে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফি জমা দিতে হবে না ।

জিএসটি ভর্তি পরীক্ষার তারিখ

সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোর GST ভর্তি পরীক্ষার তারিখ শীঘ্রই প্রকাশ করা হবে । প্রতিটি ইউনিটের পরীক্ষা দুপুর ১২.০০ টায় শুরু হবে এবং ১.০০ টায় শেষ হবে । আগামী মে ও জুন মাসে- তিন ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক ইউনিট – (বিজ্ঞান)
খ ইউনিট – (মানবিক)
গ ইউনিট -(বানিজ্য)

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক ১০০টি বইয়ের পিডিএফ

 ভর্তি পরীক্ষার যোগ্যতা

২০২০ ও ২০২১ সালের এসএসসি/সমমান এবং ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক অনলাইন আবেদন করতে পারবেন। বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ।

  • A ইউনিট – বিজ্ঞান

এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ  ৭.০০ থাকতে হবে।

সাধারন শিক্ষাবাের্ডের বিজ্ঞান শাখাসহ ভােকেশনাল (এইচএসসি) এবং মাদ্রাসা বাের্ড (বিজ্ঞান) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত
হবে।

  • B ইউনিট – মানবিক

এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমােট জিপিএ ৬.০০ থাকতে হবে।

সাধারন শিক্ষাবাের্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বাের্ড (সাধারন, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।

  • C ইউনিট – ব্যবসায় শিক্ষা

এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

সাধারন শিক্ষাবাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।

জিসিই O এবং A লেভেল এর যোগ্যতা ভর্তি বিজ্ঞপ্তিতে দেখুন ।

আরও পড়ুন: সকল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি পরীক্ষার মান বন্টন

জিএসটি (GST) ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে । সকল ইউনিটের পরীক্ষার ১ ঘন্টায় হবে । ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৩০ । নিচে সকল ইউনিটের মানবন্টন দেওয়া হল –

  • বিজ্ঞান শাখা ( এ ইউনিট)
  বিষয়  নম্বর  মোট নম্বর
 আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান ২৫  ৫০
রসায়ন ২৫
বাংলা ২৫
ইংরেজী ২৫
ঐচ্ছিক ( যে কোন দুইটি) গণিত
২৫  ৫০
জীববিজ্ঞান ২৫

গণিত ও জীববিজ্ঞান থেকে যেকোনেএকটি বিষয় নির্বাচন করতে হবে ।

  • মানবিক শাখা ( বি ইউনিট )
বিষয় মান
বাংলা ৩৫
ইংরেজী ৩৫
সাধারণ জ্ঞান ৩০
মোট ১০০ নম্বর

আরও পড়ুন: GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়া

  • বাণিজ্য শাখা ( সি ইউনিট)
বিষয় মান
হিসাববিজ্ঞান ৩৫
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৩৫
বাংলা ১৫
ইংরেজী ১৫
মোট ১০০ নম্বর

 

জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের GST ( General and Science Technology) বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে।

GST-Integrated-Universities-Admission-Test-Prospectus-2022-23-page-0001
GST-Integrated-Universities-Admission-Test-Prospectus-2022-23-page-0002
GST-Integrated-Universities-Admission-Test-Prospectus-2022-23-page-0003
GST-Integrated-Universities-Admission-Test-Prospectus-2022-23-page-0004

জিএসটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তালিকা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা জন্য যে ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ০৯ টি এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয় ১২ টি ।

সাধারণ বিশ্ববিদ্যালয়  বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয় 
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ১১. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা) ১২. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
৫. বরিশাল বিশ্ববিদ্যালয় ১৪. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৬. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. খুলনা বিশ্ববিদ্যালয় ১৭. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯. ইসলামী বিশ্ববিদ্যালয় ১৮. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  ১৯. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  ২০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  ২১. কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২২. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত আরো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যোগ দিন ।



from Admissionwar.com https://ift.tt/orYNinH

*

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts