সুইসাইড

ঘরে ঘরে আলো জ্বলছে, পাখা ঘুরছে
কিন্তু আমরা কতজন গ্যালভানিকে মনে রেখেছি ?
একটা মাকড়সা একখানি সুতো ধরে বারবার গুহার মুখটাতে ওঠার চেষ্টা করছে
কিন্তু আমরা কতজন রবার্ট ব্রুসকে মনে রেখেছি?
এখন যে এত "পুলি " নিয়ে মাতামাতি করছি
কিন্তু আমরা কতজন আর্কিমিডিস কে মনে রেখেছি?
পৃথিবী সূর্যের চারিদিকে বন্ বন্ করে ঘুরছে
কিন্তু আমরা কতজন গ্যালিলিওর কথা মনে রেখেছি?
এখন যে এত হাত ধোয়াধূয়ি! এত স্যানিটাইজার!
কিন্তু আমরা কতজন পাস্তুরকে মনে রেখেছি?
"আমি অন্যায় কাজে সাহায্য করি না"এই কথা বলেই মাথা উঁচু করে হাসি মুখে বিষ তুলে নিলেন সক্রেটিস
কিন্তু কতজন মনে রেখেছি তার কথা?
"যাহারা দুর্বল মরিবার সময় তাহারাই আগে মরে" আমরা কতজন বা ডারুইনকে মনে রেখেছি ?
আমরা নিজের মা বাপকে মনে রাখিনা, সেখানে আবার এত জনের চাপ!
আজ আলফ্রেড নোবেল বেঁচে থাকলে অকালে সুইসাইড করতেন!

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Recent Posts