বাসষ্ট্যান্ড এ অনেকক্ষন হয়ে গেলো, পাগল তার এখনও কোনো পাত্তা নেই, রাত 3 টা পর্যন্ত জেগে থাকলে তো এই দশা হবেই, পাগল টাকে একটা ফোন করি আবার...
ফোন টা তুলতেই জোর গলায় চিৎকার দিয়ে বললাম" থাকো তুমি ঘুমিয়ে আমি চললাম"।
ওপার থেকে হালকা কন্ঠে জবাব এলো "আর একটু দাড়াও এই পৌঁছে গেলাম"
ফোন টা রেখে একটু বসলাম, পাগলা টা প্রতিবার দেরি করে, যবেই ঘুরতে যাই না কেনো মহাশয় এর দেরি করা চাই চাই,
রাত পর্যন্ত জাগবে, আজ আসুক মজা ওর বার করবই, আসুক একবার।।
কাজ কর্ম তো করে না, শুধু ধেই ধেই করে ঘুরে বেড়াই।। এসব ভাবতে ভাবতে একবার উটছি একবার বসছি, এই নিয়ে পাঁচ বার কল করা হয়ে গেলো , নিশ্চই কোনো যাইগা তে সিগারেট ফুঁকছে, আসুক আজ সব মজা বার করবই ওর ।।
রাগে মাথা পুরো গরম হয়ে উঠেছে , সে বার যখন বললো মেলা যাবে পুরো এক ঘণ্টা লেট ছিল মহাশয় এর । বড্ড জ্বালায়।।
প্রায় আধ ঘন্টা পর দেখি মহাশয় কে দেখা যাচ্ছে হেঁটে হেঁটে আসছে, হলুদ রঙের পাঞ্জাবি টা পড়েছে যেটা আমি বেছে দিয়েছিলাম, আরেকটু পাশে আসতে দেখি হাতে জুঁই ফুলের মালা,
ঘেমে পুরো ভিজে গেছে , পাশে আসতেই কান ধরে বলল sorry sorry খুব খুব sorry ,
মাথা থেকে টপ টপ করে ঘাম ঝরছে , পাঞ্জাবি টা পুরো ভিজে গিয়েছে । আমি হাত সরিয়ে ব্যাগ থেকে জলের বোতল টা বার করে জল দিলাম , ওর হাত টা ধরে স্ট্যান্ড থেকে একটু দূরে এলাম, বললাম ব্যাগটা টা দাও আর হাত মুখে জল নাও ,
সে বোতল ভর্তি জল মাথায় দিলো , শাড়ির আঁচল টা দিয়ে বললাম নাও ...
সে আঁচল দিয়ে মুখ পরিষ্কার করতে করতে ব্যাগ টা নিল , বললো হাত টা দাও তোমার , ব্যাগ থেকে জুঁই ফুলের মালা টা হাতে দিল, বললো ওই দোকান টা বন্ধ ছিল তাই এটা অন্য দোকান থেকে আনতে হলো তাই অল্প দেরি হয়ে গেলো,
আমি একফোঁটা তার উপর রেগে থাকতে পারলাম না। মানুষ টাই ও এমনি , যাই করুক আমায় অনেক টা ভালোবাসে সে
রাগ করে থাকতেই পারি না এর উপর , চোখ দিয়ে হালকা জল চলে এলো হটাৎ ই, শক্ত করে জড়িয়ে ধরলাম বললাম "পাগল একটা "❤️
পাগলী টার হাত ধরে সে হাঁটা দিল, বললো"চল পাগলী তোর জন্যই দেরি হই"❤️