সত্যি , ভাবতেই খুব অবাক লাগে যে যত আমরা বড় হই ততই আমরা খুব ভীষণ ভাবে বদলে যাই।🌼
আনন্দের মুহূর্তগুলো সকলের সাথে ভাগ করে নিতে পারলেও এমন কিছু দুঃখের মুহূর্ত থেকে যায় যেগুলো আমরা কারোর সাথে ভাগ করে নিতে পারি না। 🍁
ছোট ছোট কোন দুঃখের কারণ গুলো পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সাথে ভাগ করে নিতে পারলেও তার মধ্যে এমন কিছু কষ্টের কথা থাকে যেগুলো সত্যিই কাউকে বলা যায়না।🌷
ছোট ছোট কোন দুঃখের কারণ গুলো পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সাথে ভাগ করে নিতে পারলেও তার মধ্যে এমন কিছু কষ্টের কথা থাকে যেগুলো সত্যিই কাউকে বলা যায়না।🌷
যখন খুব ছোট ছিলাম তখন সকলের সাথে খুব মন খুলে কথা বলতাম আর বড় হয়ে এখন মন খুলে কথা বলতে আর মন এই যায় না। অনেক না বলা কথাই বাধ্য হয়ে মনের মধ্যে চেপে রাখতে হয়🖤🥀
আর তার ফলেই তৈরি হয় রাগ, অভিমান, কষ্ট যেগুলো অবশেষে একটা মানুষকে ডিপ্রেশনের দিকে, সুইসাইড এর দিকে ঠেলে দেয়। আর সেই কারণেই আমরা মাঝে মাঝে কাছের মানুষগুলোর সাথে না চাইতেও খুব খারাপ ব্যবহার করে ফেলি। আবার একটু পরে নিজেরই খুব অনুশোচনা হয়।🌼
তখনই আমাদের অবিলম্বে একটা "প্রিয়জনের " প্রয়োজন হয়, যার কাঁধে মাথা রেখে মনের সব কথাগুলো বলতে পারি। কিন্তু সেটা আর সম্ভব হয়না, কারণ তার আগেই সেই মানুষগুলো আমাদের ছেড়ে অনকে দূরে চলে যায়।🥀
তখনই আমাদের অবিলম্বে একটা "প্রিয়জনের " প্রয়োজন হয়, যার কাঁধে মাথা রেখে মনের সব কথাগুলো বলতে পারি। কিন্তু সেটা আর সম্ভব হয়না, কারণ তার আগেই সেই মানুষগুলো আমাদের ছেড়ে অনকে দূরে চলে যায়।🥀