একটি বিবাহের গল্প💑

বিয়ে পড়ানোর সময় কি কি হয় তা আমার প্রায় মুখস্থ হয়ে গিয়েছে
কিন্তু এই বিয়েতে বা এই অংশে যা হয়েছিলো তা আমি প্রথম
দেখেছিলাম...।
কনে আমাকে জিজ্ঞেস করেছিলো 'আপু আপনি কি ব্যাপারটা ক্যাপশনে লেখবেন?'
উত্তরে বলেছিলাম ' হ্যাঁ অবশ্যই, আপনার মত সবারই এই কাজ করা উচিৎ '
আচ্ছা আসল কথায় আসি,
ইজাজাত নেয়ার পর সবাই তো কনের সাইন নিয়ে মসজিদে চলে যায়
কনেরা ঝটপট সাইনও করে দিয়ে দেয়
আমি কোনো কনেকে দেখি নি কাবিনের কাগজ পড়তে
কিন্তু সবার পড়া উচিৎ
সাইন করার আগে হঠাৎ বলে ওঠে ' ১৭ নম্বর পয়েন্টটা খালি কেন??'
কাজির চাহনিটা আমি আপনাদের দেখাতে যদি পারতাম!!!! 😂
১৭ নম্বর পয়েন্টে ছিলো - কনে বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে পারবে, চাকরি করতে পারবে, এতে বর পক্ষের আপত্তি থাকবে না'
কনে সেই কথা গুলো লেখিয়ে তারপর সাইন করলো!!!!
আমি তো শাবাশি দিচ্ছিলাম কয়েক মিনিট পরপর।।।
সবারই যেকোনো কাগজ সাইন করবার আগে পুরোটা পড়ে তারপরই সাইন করা উচিৎ 💁
ছবিয়াল : মোশারাত ফারহানা শাম্মা
আমি বাসায় গিয়ে দেখি কনে ঘুম
দাদু মা তারা বলছিলো সারারাত ঘুমাতে পারেনি সে
তাই একটু ঘুমাচ্ছে
দাদু বললো 'আই তুমিও ঘুমাও, দুইজনকেই ডেকে দিবো আমি'

আমি আর কিভাবে ঘুমাই!!!!

তারপর ডাক আসলো
তারা চলে এসেছে
সম্মতি নিতে

আমি ক্যামেরা রেডি করে সামনে বসলাম
কনে আর মা
তাদের কান্নাই থামছিলো না

তাদের যত শান্ত হতে বলা হচ্ছিলো তারা ততটাই কান্নায় ভেঙে পরছিলো...।
আমি আগে খেয়াল করিনি
একটু আগে দেখলাম
কনের হাতের লেখা তো খুব সুন্দর 
করলো তবে সাইন 🙈
কনে : আচ্ছা কাবিন নামার এই ১৭ নং পয়েন্টে লিখা থাকে যদি কারো ছেলে বা মেয়ের কোনো বিশেষ শর্তাদি থাকলে তা লিখতে পারবে। আমি এরকম একটা ব্যাপার একবার পড়ছিলাম। এজন্য আমি কাবিননামাতে আমার সাইন করার আগে সব পয়েন্ট ভালো করে পড়েছি বুঝে বুঝে। ১৭নং পয়েন্টে আমি আমার স্টাডি আর জবের ব্যাপারটা বিশেষ শর্ত হিসেবে লিখে দেই। কারণ আমার প্রফেশান টাই এমন।।।🥰🥰🥰
😍🙆

দেখলেন তো
চোখে এখনো পানি টলমল করছে
আবার হাসছেও
এই অবস্থায় যারা এখনো বসে নি তারা বুঝবে না
আমি হতভম্ব হয়ে তাকিয়ে থাকি কনেরা যখন কান্নাও করে কাবিনের সময় আবার হাসতেও থাকে...।


এটা অবশ্যই নামাজ পড়া অবস্থার ছবি না
যারা বাসার আকদ দেখেছেন বা যাদের বিয়ে হয়েছে তারা হয়তো জানেন বিয়ে পড়ানোর আগে মেয়েদের জায়নামাজে বসানো হয় এবং শেষের দিকে মোনাজাত করা হয়
এটা সেই সময়ের তোলা ছবি



*

إرسال تعليق (0)
أحدث أقدم

Recent Posts