একা থাকতে একটু বেশিই ভালো লাগে


আজকাল, একা থাকতে একটু বেশিই ভালো লাগে
বেহিসাবি হয়ে মেঘের মধ্যে মিশে যেতে ইচ্ছে হয়।
আজকাল বৃষ্টি গুলো আর ভালো লাগে না, কষ্ট দেই যে তারা 🖤
আজকাল আর তেমন করে সবুজ মাঠে খেলা হয় না,
গাছের নিচের ছায়ায় তেমন করে কোনো আড্ডাও জমে না 🥀
আজকাল এই কঠিন বেড়া দিয়ে ঘেরা চার দেওয়ালের মধ্যে থাকতেই ভালো লাগে, চড়ুই পাখিদের গান শোনা হয় না,
আজকাল আর, কারণেও হাসা টা হয়ে ওঠে না, স্বাধীনতার মাঝেও কেমন যেনো প্রাণ ভরে শ্বাস নিতে পারি না 🌷
আজকাল অপেক্ষাটা থাকে না পুরোনোতে, আর নতুনের সন্ধানেও ব্যার্থ আমি।
দলছুট হয়ে তাল মেলায় দিন ঘড়িতে 🥀🌷
আজকাল প্রাণহীন শহর টা তে রং বদলানো মানুষের মাঝে নিজের অনুভূতি গুলো আর ফিরে পায় না। কেমন যেন স্বার্থপর হয়ে উঠেছি।
আজকাল আর কাউকে বিশ্বাস করতে পারিনা সহজে,🌷❤️
অদ্ভুতভাবেই নিজের কথা আর বলা হয়ে ওঠেনা কাওকে 🖤🥀
আজকাল সেই ছোটবেলার ক্যানভাস টা বড্ড হাতরে বেড়ায়, আর দিনশেষে শূন্য হাতে পড়ে থাকে অশ্রুর ফোঁটা।♥️
আসলে, আজকাল সবকিছুর মাঝে নিজেকেই আর বুঝে উঠতে পারিনা, খুঁজে উঠতে পারিনা ……পারিনা খুঁজে উঠতে🌷🥀

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Recent Posts