_ ওই……ও ও ও পাগলী
_ কি হয়েছে টা কি??? এত ডাক কিসের শুনি!!!
_ আমার উপর রাগ করেছিস?
_ খামোখা রাগ করতে যাবো কেনো বাপু !! আমি রাগ করার কে?
_ বাব্বা, অনেক রাগ দেখছি। নে আর রাগ করে থাকিস না
_ দেখ…… 2 দিন আগে আমাদের ব্রেক আপ হয়ে গেছে তাই এখন আমি আর কেও না তোর,
_ কই আমি কিছু বলিনি তো, আমি তো বাচ্চা মানুষ, কিচুই বুঝি না।
_ দুদিন আগে কি বলেছিলি মনে আছে? আমার আর খবর নিস না, দুজনের রাস্তা আলাদা। আরো কত কিছু…!!
_ কই
_ আবার মহাশয় বলেছেন কোনোদিন নাকি আমার সাথে কথা বলবেন না…! তাহলে এখন এসেছিস কেনো আমার কাছে?
_ কি করব বল, থাকতে পারি না যে… তোকে ছাড়া আমার এক মুহুর্ত চলে না। তখন রাগের মাথায় বলে ফেলেছিলাম… sorry রে পাগলী…রাগ করিস না …!!
_ তো যখন থাকতেই পারিস না তখন এতো বড়ো বড়ো ফুটানি কেনো বাপু।
_ সে তো একশো বার করবো। ঝগড়া, রাগ, অভিমান, ভালোবাসা সব তো আপনাকেই বুঝে নিতে হবে মশাই। এবার বোঝ ঠেলা
_ হ্যাঁ সেই তো…আমার তো সারাজীবন এই কাজ। তো তাড়াতাড়ি বলে ফেলুন, কি দরকার?
_ দরকার থাকলেই কি তোকে ডাকবো? আমার তো খালি তোকে রাগিয়ে তোর নাক গরম করার ইচ্ছা হচ্ছিল…পুটি মাছ
_ আবার, ফের যদি পুটি মাছ বলেছিস…!! তাহলে এবার আমি ব্রেক আপ করে দেবো কিন্তু।
_ আমি কিছু জানিনা বাবা !! তোর ই পাগল, তোকেই সহ্য করতে হবে বাপু, আমি তো শুধু ঘাড়ে চেপে বসে থাকবো।।
_ জানিস,,এই দুদিন তোর দুষ্টুমি গুলো খুব মিস করেছি রে ।
_ আমিও তো পাগলী আমার। তাই তো ওসব ব্রেক আপ প্যাকেট এ ভরে দিয়ে চলে এলাম আবার …… ভালোবাসি যে খুব
_ ভালোবাসি রে পাগল। আর ছেড়ে যাবি না তো?
_ কি জানি !! মাথা পাগল মানুষ তো, কোনো গ্যারান্টি নেই বাপু। তবে গেলেও তো থাকতে পারবো না, তোকে শান্তিতে কি করে থাকতে দিই।
_ সাধে কি তোকে পাগল বলি !!, কত বোঝায় তবুও হুট করেই ডিসিশন নিস আর মাঝখান থেকে আমার যত ঝামেলা। কি যে করি তোকে নিয়ে।
_ কিছু করতে হবে না পাগলী আমার । এইভাবে আমার পাশে থেকে ভালবাসিস শুধু।
_ বেশ……থেকে যাস…!!!!
ওদের বিচ্ছেদের পর আজও এইসব পুরনো স্মৃতিই সায়রিনার মুখে হাসি নিয়ে আসে। আর অপেক্ষা করার মনোবল জাগায়, হয়তো একদিন প্রিয় মানুষ টা এইভাবেই এসে বলবে….…. "তোকে ছাড়া আমার চলে না রে পাগলী"
- #পাগলী।।