ভালবাসার খুনসুটি



 জানো, আজ তোমার পছন্দের সেই পাঞ্জাবি পরা ছবি টার দিকে অনেকক্ষন এক দৃষ্টে তাকিয়ে ছিলাম। আর ভাবছিলাম ওই গভীর চোখে যেনো       

           একটা নেশা লেগে রয়েছে, আমার চোখ দুটো মেলাতেই পারি না লজ্জায়। দেখছি আর ডুবছি আমি তোমার ঠোঁটের মৃদু হাসিতে। জানো, খুব ছুটে যেতে ইচ্ছে করছিল তোমার হাত ধরে, ইচ্ছে করছিল, নির্লজ্জের মত ভালোবাসি বলি আর বলতেই থাকি। 🥀

               তারপর সকালের কাণ্ড কারখানা মনে এলো হটাৎ। মুচকি হেসে ঠোঁট দুটো বলে উঠলো  "আমরা পারিও বটে"!!  সে কি রাগ দুজনের, কত অভিযোগ, কত্তো অভিমান। যেনো থামতেই চায় না তর্ক বিতর্কের অধ্যায়…….!               

      কোনো এক সময় গিয়ে মনে হলো, এক ঝটকায় শেষ সব, এবার বোধয় বিচ্ছেদ নিশ্চিত। 

       কিন্তু না!! প্রতিবারের মতো এই ভয় কর জয় করে আমাদের ভালোবাসা টা এগিয়ে এলো। একে অপরের পরিপূরক হয়ে থাকার প্রতিশ্রুতি টা

        সম্পর্ক টা কে হারতে দেই নি কয়েক ঘণ্টার অভিমানের কাছে। আর তারপর বাচ্চা দের মত,    দোষ ভাগাভাগি করে নিয়ে, দুজনেই sorry বলে মান ভাঙানোর পালা। আড়ী কেটে ভাব করতে হবে তো, 

   কারণ একে অপরকে ছাড়া  চলেই না যে। অবশ্য মাঝে মাঝেই এই ঝগড়া গুলোই খুব আনন্দ পায়, আরো বেশী করে কাছে আসার জন্য এই অভিমান গুলো খুব প্রয়োজন। 🌼

            জানো, আমি এটাই চাই আর জানি তুমিও চাও, এরকমই হাজারো মান অভিমান হোক , তুমুল ঝগড়া করে কথা বন্ধ থাক না হয় একবেলা, কিন্তু ছেড়ে যাবার কথা টা যেনো ভাবনা তেও না আসে। প্রতিবার যেনো ভালোবাসা টা জিতে যায়। হাত দুটো সারাজীবন এইভাবেই যেনো আগলে যায়। 

               আমি দিনশেষে এই খুনসুটি মেশা আদরেই বাঁচতে চাই, ঝগড়া শেষে দুজন মিলে খুব হাসতে চাই, আর এইভাবেই তোমায় ভালবাসতে চাই।❤️                                                                                                                

                                                পাগলী ♥️

*

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts