Janowar (2021) Movie Review Bangla জানোয়ার মুভি রিভিউ



 মুক্তিঃ- ১৪ ই জানুয়ারি,২০২১

প্লাটফর্মঃ- সিনেম্যাটিক
ব্যাপ্তিকালঃ- ১ ঘণ্টা ১৭ মিনিট
পরিচালকঃ- রায়হান রাফি
জনরাঃ- ক্রাইম থ্রিলার
অভিনয়েঃ- তাসকিন রহমান, ফরহাদ লিমন,রাহুল,এলিনা শাম্মি, মুনমুন, অরিত্রা সহ আরো অনেকে ।
পার্সোনাল রেটিংঃ- ৯/১০
( নো স্পয়লার )
গল্পের প্লটঃ- ২০২০ সালের ২৩ শে এপ্রিল রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ বাড়িতে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।যাদের মধ্য একজন ছিল ৮ বছর বয়সী প্রতিবন্ধী শিশু ।
মা ও ২ মেয়েকে পালাক্রমে ধষর্ন করে হত্যা করা হয় )
অভিনয় শিল্পীদের ব্যপারে একটু কথা বলিঃ-
শিশু শিল্পী হিসেবে ভালোই নাম-ডাক ছোট্ট মেয়ে #অরিত্রী'র, ছোট্ট ক্যারিয়ারে এই ধরণের মুভিতে সে ছিলো অনবদ্য । তার ভাবভঙ্গি / কথাবার্তা / অভিনয় সব কিছু ছাপিয়ে গেছে ।
#রাশেদ মামুন_ভিলেনের চরিত্রে নিজেকে আবার চিনিয়েছেন, মঞ্চ থেকে উঠে আসা অভিনেতা'রা শক্তিমান, তিনি সেটাই প্রমাণ করেছেন ।
বাকিরাও যার যার যায়গা থেকে সেরাটা দিয়েছেন ।
#তাসকিন_রহমানের কথা একটু বলিঃ-
তাকে প্রথম দেখি #ঢাকা_এটাকে, আধাঘন্টার ও কম সময় স্ক্রিনে দেখে সে তার মূল্য দেখিয়েছিলো সেখানে, এই মুভিতেও পুলিশ চরিত্রে নিজেকে চিনিয়েছেন । তার বাচনভঙ্গি ছিলো দেখার মতো ।
এবার আসি সিনেমাটোগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েঃ-
দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, এক কথায় অনবদ্য । বলা যায় যে মুভিটায় মানদণ্ড এটির সিনেমাটোগ্রাফি ।
ভয়ঙ্কর দৃশ্যগুলো দুর্দান্ত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে,
আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিলো মারাত্মক ।
দর্শকের হাড় পর্যন্ত কাপিয়ে দেয়ার মতো ।
পরিচালক রায়হান রাফির দিকে একটু আসিঃ-
এই মানুষ'টার ভিতরে আলাদা কিছু আছে,
ধর্ষণ কত বড় অপরাধ সেটা তার পরিচালনার দক্ষতা দিয়ে মারাত্মক ভাবে ফুটিয়ে তুলেছে ।
এই মানুষটার জন্য আসলেই ভালোবাসা আসে ।
সেই সাথে ধন্যবাদ পুরা টীমকে, যারা এতো কষ্ট করে এরকম একটি অসাধারণ মুভি আমাদেরকে উপহার দিয়েছেন
( দুর্বল হার্টের লোকজনকে মুভিটিকে দেখার ব্যপারে অনাগ্রহী করা হয়েছে, অনেকে আবার মুভিটি টেনে টেনে দেখেছেন । কিন্তু আমি এক সেকেন্ডও টেনে দেখিনি, একটানা স্ক্রিনে তাকিয়ে ছিলাম )
বিঃ দ্রঃ- আসুন আমরা'ই পাইরেসি বন্ধ করি, এটি আমাদের দেশীয় কনটেন্ট, মাত্র ২ টাকা ৬৩ পয়সা খরচ করে সিনেম্যাটিক এপে ছবিটি দেখতে পারবেন

*

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts