মেডিকেল ভর্তি ফলাফল ২০২৩ । এমবিবিএস মেধা তালিকা রেজাল্ট পিডিএফ

সরকারি ও বেসরকারি এমবিবিএস মেডিকেল কোর্সের ভর্তি রেজাল্ট ২০২২-২০২৩ পিডিএফ। মেডিকেল ভর্তি ফলাফল ২০২৩ স্বাস্থ্য  শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট result.dghs.gov.bd এ প্রকাশ করা হয়েছে । এমবিবিএস ভর্তি ফলাফল ও মেধা তালিকা রেজাল্ট ২০২৩ PDF দেখার বিস্তারিত নিয়ম আলোচনা করা হল । ইংরেজীতে দেখুন

মেডিকেল ভর্তি ফলাফল ১২ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত হবে।

মেডিকেল ভর্তি ফলাফল ২০২৩ । এমবিবিএস মেধা তালিকা রেজাল্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে গত ১০ মার্চ ২০২৩ সমগ্র বাংলাদেশ জুড়ে মেডিকেল অর্থাৎ এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা শুরু হওয়ার পূর্বে আমরা প্রকাশ করেছি সিট প্ল্যান এবং প্রবেশপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য, যেখানে দেখানো হয়েছে কীভাবে আপনারা সহযেই ডাউনলোড অথবা দেখে নিতে পারেন সকল দরকারি তথ্য। সেভাবেই আজকে আমরা এই মেডিকেল ভর্তি ফলাফল  ২০২৩ দেখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

একনজরে
সর্বোচ্চ নম্বরঃ
২য় স্থান:
মোট পাশকৃত শিক্ষার্থী :  ৭৯,৩৩৭ জন
ছেলেঃ ৩৪,৮৩৩ জন
মেয়েঃ ৪৪,৫০৪ জন
সরকারি মেডিকেলে ছেলে ভর্তি হতে পারবে ১৮৮৫ জন, মেয়ে ২৩৪৫ জন।

 

রেজাল্ট ওয়েবসাইটঃ  result.dghs.gov.bd 

মেডিকেল ফলাফল ২০২৩

বাংলাদেশ সরকার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে গত ১০ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত এমবিবিএস মেডিকেল পরীক্ষায় মোট ১ লাখ ৩৯ হাজার ভর্তিচ্ছ ‍শিক্ষার্থী অংশগ্রহন করেছে । উক্ত ভর্তি পরীক্ষা ঢাকা ও ঢাকার বাইরের মোট ১৮ টি কেন্দ্রর ৫৭ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে । সূত্রমতে, মেডিকেল ভর্তি ফলাফল ২০২৩ মার্চ মাসের ১২ তারিখে প্রকাশ করা হবে । অনুচ্ছেদের নিচের অংশে মেডিকেল ভর্তি রেজাল্ট সম্পর্কে আলোচনা করা হল ।

গত বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ কররে দেখা যায়, লিখিত পরীক্ষায় মোট ৭৯,৩৩৭ জন পরীক্ষার্থী পাশ করেছিল এবং তাদের সর্বোচ্চ নম্বর ৯২.৫ এবং সর্বনিম্ন নম্বর ৭৯.৫ । দেশের সকল সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা ৪৪৩০ যার মধ্যে ১৮৮৫ টি ছেলেদের জন্য এবং ২৩৪৫ টি মেয়েদের জন্য বরাদ্দ ।

এমবিবিএস মেডিকেল ভর্তি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম

DGHS মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ জানার জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। মেডিকেল ভর্তি ফলাফল দেখার জন্য, প্রার্থীদের অফিসিয়াল DGHS ওয়েবসাইট পরিদর্শন করতে হবে এবং তাদের রোল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে। মেডিকেল রেজাল্ট ২০২৩ দেখার সময় প্রার্থীদের তাদের প্রবেশপত্র হাতে রাখার পরামর্শ দেওয়া হল। ফলাফল পরীক্ষা করার পরে, প্রার্থীরা অস্থায়ী ফলাফল এবং চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথি ডাউনলোড এবং মুদ্রণ করতে পারেন।

result.dghs.gov.bd Result 2023

result.dghs.gov.bd রেজাল্ট

  • ধাপ ১: প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ইন্টারনেট সংযোগ আছে কিনা,
  • ধাপ ২: আপনার পছন্দের একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন
  • ধাপ ৩: URL বার এ গিয়ে result.dghs.gov.bd/mbbs টাইপ করুন এবং লিঙ্কে প্রবেশ করুন।
  • ধাপ ৪: এবার আপনাকে মেডিকেল ভর্তি ফলাফল 2022- 2023 এ ক্লিক করতে হবে।
  • ধাপ ৫: এবার আপনার সামনে যে পৃষ্ঠাটি আসবে সেখানে আপনার ভর্তি রোল নাম্বার সঠিকভাবে ইনপুট করুন।
  • ধাপ ৬: ফলাফল বোতামে ক্লিক করুন

বিঃ দ্রঃ কোনো কারণ বশত ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হলে অথবা প্রকাশিত লিংক কাজ না করলে, একটু পর আবার চেষ্টা করুন।

আশা করি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত সকল তথ্য দিতে আমরা সক্ষম হয়েছি। এরপরও কোনোরকম সমস্যার সম্মুখীন হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের Admissionwar টিম যথাসাধ্য চেষ্টা করবে সঠিক তথ্য সরবরাহ করার।



from Admissionwar.com https://ift.tt/k2PJ04T

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Recent Posts