জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বই পিডিএফ ২০২৪ । ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর ২০২৪ সালের শিক্ষাক্রমের আলোকে রচিত পিডিএফ বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর অফিসিয়াল ওয়েবসাইট nctb.portal.gov.bd এ প্রকাশ করা হয়েছে । যারা এখনো ছাপনো বই পান নি তারা পিডিএফ বইগুলো সংগ্রহ করে পড়া শুরু করতে পারেন । আজকে আমরা সকল শ্রেণীর পিডিএফ বই ডাউলোডের সম্পূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করা হল ।
সকল শ্রেণীর বই পিডিএফ ২০২৪
২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম জানুয়ারী মাসের ১ তারিখে বই বিতরনের মধ্য দিয়ে শুরু হয়েছে । এবছর সরকার মোট ২ কোটি ১২ লাখ ৫২ হাজার ৬ জন শিক্ষার্থীর হাতে মোট ৯ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৬০৬টি বই তুলে দিয়েছে । যার মধ্যে মধ্যে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী রয়েছে ৩০ লাখ ৯৬ হাজার ৯৩৯ জন, প্রাথমিকের ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৫৯৪ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৪ হাজার ৪৭৩ জন । যারা এখনও স্ব স্ব শ্রেণীর বই হাতে পাননি তারা আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ বই ২০২৪ ডাউনলোড করে নিতে পারেন ।
প্রাক প্রাথমিক পর্যায়ের বই পিডিএফ
২০২৪ সালের নতুন কারিকুলমের অধীনে প্রাক প্রাথমিক স্তরের সকল বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ।
বইয়ের নাম | পিডিএফ | |||||||||||||||||||
আমার বই | ডাউনলোড | |||||||||||||||||||
এসো লিখতে শিখি | ডাউনলোড | |||||||||||||||||||
ফ্ল্যাশ কার্ড | ডাউনলোড | |||||||||||||||||||
ফ্লিপ চার্ট | ডাউনলোড | |||||||||||||||||||
ব্যঞ্জণচার্ট | ডাউনলোড | |||||||||||||||||||
স্বরবর্ণ চার্ট | ডাউনলোড | |||||||||||||||||||
গল্পের বই
|
২০২৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণির বই পিডিএফ
২০২৪ শিক্ষাবর্ষে ১ম শ্রেণির জন্য বাংলা ও ইংরেজী ভার্সনের মোট ৬টি বই রয়েছে, তাছাড়া এনসিটিবি এবার তাদের বইসমূহের অডিও ভার্সনও যুক্ত করেছে ।
ক্রমিক | পাঠ্যপুস্তকের নাম | বাংলা ভার্সন | ইংরেজি ভার্সন | অডিও ভার্সন |
১। | আমার বাংলা বই | ডাউনলোড | ডাউনলোড | |
২। | English for Today | ডাউনলোড | ডাউনলোড | ডাউনলোড |
৩। | প্রাথমিক গণিত | ডাউনলোড | ডাউনলোড |
২০২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় শ্রেণির বই পিডিএফ
১ম শ্রেণির মত ২য় শ্রেণিতে বাংলা ও ইংরেজী সংস্করনের ৩টি করে মোট ৬ টি বইয়ের পিডিএফ বই রয়েছে ।
ক্রমিক | পাঠ্যপুস্তকের নাম | বাংলা ভার্সন | ইংরেজি ভার্সন |
১। | আমার বাংলা বই | ডাউনলোড | ডাউনলোড |
২। | প্রাথমিক গণিত | ডাউনলোড | ডাউনলোড |
৩। | English for Today | ডাউনলোড | ডাউনলোড |
২০২৪ সালের তৃতীয় শ্রেণির পাঠ্যপুস্তক
আপনার চাহিদামত অন্যান্য বই ডাউনলোড করুন
প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তক
প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক
মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির বইয়ের পাঠ্যপুস্তক
বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে বইগুলো পড়তেই হবে।(PDF সহ)
মাধ্যমিক স্তরের সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক
মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক
মাধ্যমিক স্তরের নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক
[ বি:দ্র : সকল বইয়ের স্বত্বাধীকারী www.nctb.gov.bd]
from Admissionwar.com https://ift.tt/Hsj2wOl