প্রিয় চায়ের দোকান,
এই লকডাউন এর জন্য অনেকদিন হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি। মনে আছে লকডাউন শুরু হওয়ার পাঁচ দিন আগেই বন্ধুদের সাথে সেই লাস্ট চা আর পকোড়া খেয়েছিলাম তোমার বারান্দায় বসে। কিন্তু তারপর থেকে আমি ও গৃহবন্দি আর তোমার দোকানেও তালা। প্রথমদিকে বাড়িতে বসে কেক, চিপস, বিস্কুট এসবে মন ভরালেও ইদানিং তোমায় বড্ড মিস করছি। আর যাই হোক এটা বুঝেছি দুধের স্বাদ ঘোলে মেটে না..
জানি না যে আবার কবে তোমার সাথে দেখা হবে?
ততদিন তোমার কথা রোজ মনে পড়বে। তবে যেইদিন লকডাউন উঠে যাবে ,
সেদিন আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাবো। আর এক প্লেট পকোড়া খেতে খেতে এই কদিনের মনের সব দুঃখ পুষিয়ে নেবো।
ইতি ,
তোমার চা প্রেমী বন্ধু
এই লকডাউন এর জন্য অনেকদিন হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি। মনে আছে লকডাউন শুরু হওয়ার পাঁচ দিন আগেই বন্ধুদের সাথে সেই লাস্ট চা আর পকোড়া খেয়েছিলাম তোমার বারান্দায় বসে। কিন্তু তারপর থেকে আমি ও গৃহবন্দি আর তোমার দোকানেও তালা। প্রথমদিকে বাড়িতে বসে কেক, চিপস, বিস্কুট এসবে মন ভরালেও ইদানিং তোমায় বড্ড মিস করছি। আর যাই হোক এটা বুঝেছি দুধের স্বাদ ঘোলে মেটে না..
জানি না যে আবার কবে তোমার সাথে দেখা হবে?
ততদিন তোমার কথা রোজ মনে পড়বে। তবে যেইদিন লকডাউন উঠে যাবে ,
সেদিন আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাবো। আর এক প্লেট পকোড়া খেতে খেতে এই কদিনের মনের সব দুঃখ পুষিয়ে নেবো।
ইতি ,
তোমার চা প্রেমী বন্ধু