স্বাধীনতা স্বপ্ন বিলাস


স্বাধীনতা যদি সত্যি হত
তাহলে বুভুক্ষু মানুষের মিটে যেত জঠর জ্বালা
মা, বোনের সম্ভ্রম লুট হত না
কদর্য কামুকের কামের আগুনে ।
অসহায় মায়ের চোখের জল শোকের
চোরাবালিতে হারাত না পথ ।
বিনা চিকিৎসায় মারা যেত না
স্বাধীন দেশের লাখ লাখ মানুষ!
অন্ধকারে হারিয়ে যেত না কন্যা ভ্রুণ ।
নির্মম পণ প্রথার বলি হত না অসহায় নারী ।
লুট হত না লক্ষ কোটি টাকা ।
শিক্ষিত যুবক যুবতীর চাকরি নিয়ে ছিনিমিনি
খেলতে না স্বাধীনতাপ্রাপ্ত
গণতান্ত্রিক সরকার ।
স্বাধীনতা অন্ধ, বধির, বোবা
তাই শ্রমিক কৃষকের আত্মহত্যা
জাত পাতের নোংরা খেলা, প্রতিবাদীর
কন্ঠ রোধ, ধর্মান্ধতার হুংকার
তাকে বিচলিত করে না ।
স্বাধীনতা মুষ্টিমেয় মানুষের হাতে বন্দি
যারা ক্ষমতার অলিন্দে থেকে
ক্ষমতার কেন্দ্রাভিমুখী বলের নিয়ন্ত্রণ করে ।
তারাই ধারক বাহক চালক ।
স্বাধীনতা শুধু কুর্শি বদল ক্ষমতার হস্তান্তর ।
সুবিধা ভোগী কিছু মানুষের ঝলমলে সুখ ।
সাধারণের স্বপ্ন বিলাস, দেশপ্রেমিকদের
বলিদানে স্বার্থান্বেষীদের সাত মহল ,যার নীচে
আমরা কেবল দাঁড়িয়ে থাকি ভিক্ষা পাত্র হাতে।🌷
#নরেশ_দাস।।

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Recent Posts